৩১ মে, ২০২৫

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় নাসিরনগর সরকারি কলেজে   উপজেলা  বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আজিজুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম, আয়ুব খান, বশির চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আরাফাত আলী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সৈয়দ আবু সারোয়ার, বিল্লাল চৌধুরী, হাজী তিতন ফকির, সভাপতি শফিকুল ইসলাম, আবুল হোসেন, এড. সামছুল হক লিটন, আজদু মিয়া, এড শামছুল হক লিটন, জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। বক্তারা অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার তাগিদ দেন।

নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন।