উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে কুচিমারা-প্রতাপ সড়কের পাশের ১৭টি সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বাবু ইসলাম নামের এক যুবক পেশিশক্তি প্রদর্শন করে এসব গাছ কেটে নিয়ে গেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে এই অবৈধ কর্মকান্ড করেছেন বাবু ইসলাম বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। বাবু ইসলাম এই ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের রহমত আলীর ছেলে। বাবুর ভাষ্য গাছগুলো তার ব্যক্তিগত জমিতে। অবৈধভাবে গাছ কাটার কোন প্রশ্ন আসে না। নিজের গাছ তিনি নিজেই কেটেছেন।
এলাকাবাসীর অভিযোগ, সোমবার সকাল থেকেই বাবু ইসলাম তার লোকজন দিয়ে উক্ত রাস্তার পাশের ইউক্যালিপটাস, আকাশমনিসহ বিভিন্ন রকমের মোট ১৭টি গাছ কেটে ফেলেছেন। এ ব্যাপারে তারা প্রতিবাদ জানালে তিনি তাদের পেশিশক্তির ভয় দেখান। পরে গাছগুলো ভ্যানে করে নিয়ে তিনি যান।
এ ব্যাপারে অভিযুক্ত বাবু ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই রাস্তার পাশে তার জমি রয়েছে। গাছগুলো তার জমিতেই ছিল। তাই নিজের গাছ তিনি কেটে নিয়েছেন। এতে কারোর কিছু বলার নেই।
বাঙ্গালা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম জানান, উপজেলা ভূমি অফিসের নির্দেশনায় ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছগুলো অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। এ ব্যাপারে তিনি উক্ত অফিসে সোমবার বিকেলে প্রতিবেদন জমা দিয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো’র দায়িত্বে থাকা সার্ভেয়ার স্বর্ণালী খাতুন জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেয়েছি। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট সড়কের সীমানা মাপার পর বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, উপজেলা ভূমি অফিস থেকে রাস্তার সীমানা পরিমাপের পর আনিত অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।