" নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের হাকিমপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫মে) সকাল ১১ টায় উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও জনসচেতনতামূলক এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও অমিত রায় বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। আজকের মেলার এটিই প্রতিপাদ্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ। শেষে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান ও নবায়নকৃতদের মাঝে ডিসিআর প্রদান করা হয়।