২৬ মে, ২০২৫

চিলমারীতে বিদ্যুৎ লাইনে আগুন

চিলমারীতে বিদ্যুৎ লাইনে আগুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বৈদ্যুতিক লাইনের ডিবি বক্সে আগুন লাগায় গোটা হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় হাসপাতালে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে।

জানা গেছে, রোববার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছিল। হঠাৎ বেলা ১১টার দিকে হাসপাতালে সিড়ির নিচে থাকা বিদ্যুতের ডিবি বক্সে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে হাসপাতালে কর্মচারী ও রোগীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হলে তারা ছুটা ছুটি করতে থাকে।

এসময় বাইরে থাকা মাইক্রোবাসের চালক মমিনুল ইসলামসহ কয়েকজন এসে বালু নিক্ষেপ করে আগুন নিভে ফেলে।র্এধসঢ়;ই মধ্যে জরুরী বিভাগ ও আবাসিক মেডিকেল অফিসারের

কক্ষসহ পুরো হাসপাতালের বৈদ্যুতিক তার থেকে ধোয়া বের হতে থাকে বলে জানা গেছে। অগ্নিকান্ডের পর গোটা হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছে।
সরেজমিনে দেখা যায়,হাসপাতালের বিদ্যুৎ লাইনের ডিবি বক্সে আগুন লেগে তার পুরে গেছে। জরুরী বিভাগসহ বিভিন্ন কক্ষে বৈদ্যুতিক তার দিয়ে ধোয়া বের হয়ে কালো হয়ে গেছে।

এসময় হাসপাতালটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় রোগীদের অসহ্য গরমে হাসফাস করতে দেখা গেছে। মাইক্রোবাসের চালক মমিনুল ইসলাম জানান,১১টার দিকে হঠাৎ কারেন্টের ডিবি বক্সের তারে আগুন লাগলে লোকজন ছুটা-ছুটি করতে থাকা।

এসময় আমার সাথে থাকা এরশাদ আলী,মাসুদ রানা, মিলন মিয়াদের সহায়তায় আমরা বালু নিক্ষেপ করে এবং মেইন সুইচ বন্ধ করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। তিনি আরও জানান,হাসপাতালের ওয়্যারিংয়ে নিম্নমানের তার ব্যবহার করায় ইতিপূর্বে আরো দুইবার আগুন লেগেছিল।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান লক্ষি কান্ত রায় বলেন,লাইনের তার পুরে গেছে,মেরামতের কাজ চলমান রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো.আমিনুল ইসলাম বলেন,বিদ্যুতের সর্টসাকিট থেকে দুর্ঘটনা ঘটেছে। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।