২৬ মে, ২০২৫

ধুনটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ধুনটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বগুডার ধুনট সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছর কলেজটি থেকে ৫১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ছোলায়মান হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহাকারি অধ্যাপক আব্দুল মান্নান ও ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হায়দার আলী হিন্দল।

ধুনট সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল আজিজের সভাপতিত্বে ও প্রভাষক জহুরুল ইসলামের সঞ্চালনায় এবং প্রভাষক তারিকুল ইসলামের সার্বিক সহয়োগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আবুল ফজল, এসএম কামরুজ্জামান, এসএম মামুনার রশিদ, হাফিজার রহমান, কামরুজ্জামান, কুদরত কামেনী, শিক্ষার্থী সাফিউল আলম পিয়াস, আপেল মাহমুদ, আলেয়া খাতুন, নিহাদ, জোবায়ের