২৫ মে, ২০২৫

শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই বেতন ও উৎসব ভাতা পাবেন

শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই বেতন ও উৎসব ভাতা পাবেন

পবিত্র ঈদুল আযহার ছুটি শুরুর আগেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ও বেতনের অর্থ দেওয়া হতে পারে।

এব্যাপারে আশাবাদ ব্যক্ত করে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান মুক্ত প্রভাতকে বলেন, শিক্ষক-কর্মচারীরা ঈদের ছুটি শুরুর আগেই মে মাসের বেতন ও উৎসব ভাতার অর্থ পাবেন।

তিনি বলেন, মে মাসের বেতন ও উৎসব ভাতা দিলেও দুটি বেত ও উৎসব ভাতা হয়তো একসঙ্গে দেওয়া সম্ভব হবে না। আগে উৎসব ভাতা ছাড় হতে পারে। এরপর ছাড় হতে পারে বেতনের অর্থ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান মুক্ত প্রভাতকে বলেন, ‘আমি আশাবাদি। চেষ্টাও করে যাচ্ছি। এপ্রিল এবং মে মাসের বেতনের সাথে উৎসব ভাতা দেওয়ার। এজন্য নিরলশভাবে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এপ্রিল মাসের বেতনের প্রস্তাব ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হবে। তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেওয়া হবে।’

সূত্র বলছে, এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন।

এক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পাবেন আগের নিয়মেই।