উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফিরোজা খাতুন (৩৭) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন ওই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃষ্টির সময় গোয়াল ঘরের ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে ফিরোজা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি সুইচে প্রবেশ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
উল্লাপাড়া মডেল থানার এএসআই আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।