২৪ মে, ২০২৫

রিশাদের তিন উইকেট, পিএসএলের ফাইনালে লাহোর

রিশাদের তিন উইকেট, পিএসএলের ফাইনালে লাহোর

আজকের ম্যাচেও জায়গা হয়নি মেহেদী মিরাজের। তবে গত ম্যাচের পর আজও মাঠে ছিলেন সাকিব আল হাসান। সাথে ছিলেন রিশাদ হোসেনও।

রিশাদের ওপর যে আস্থা রেখেছিল লাহোর কালান্দার্স, তার প্রতিদান বেশ দারুণভাবেই দিয়েছেন এই বাংলাদেশি।

দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচে সাকিব যখন ব্যাট ও বল হাতে ব্যার্থ, তখন লাহোরকে ফাইনালে তুলতে বেশ বড় ভূমিকা রেখেছেন রিশাদ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তোলে লাহোর। রান তাড়া করতে নেমে শাহিন শা আফ্রিদি, সালমান মির্জার গতি আর রিশাদের ঘূর্ণিতে দিশেহারা ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটসম্যানরা খুব বেশি দূর যেতে পারেনি।

১৫.১ ওভারে ১০৭ রানে অলআউট হয় ইসলামাবাদ। ম্যাচটি তারা হেরেছে ৯৫ রানে। শাহিন, সালমান ও রিশাদ তিনজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।