নিয়োগের ক্ষেত্রে আরো একটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাবিদ ও অংশীনদের দাবি উপেক্ষা করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন এই নিয়মে বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা।
নতুন এই সিদ্ধান্ত মোতাবেক- এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অশিশক্ষক কর্মচারী যেমন- অফিস সহকারী, হিসাব সহকারী, নৈশ প্রহরী আয়া ইত্যাদি নিয়োগ দেন জেলা প্রশাসকরা।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসিদে হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন এনটিআরসিএতে কর্মরত এক অতিরিক্ত সচিব।
মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব পদে নিয়োগের ক্ষেত্রে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে পরিচালনা কমিটির বিরুদ্ধে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ডিসির নেতৃত্বাধীন কমিটি এই কর্মচারী নিয়োগ নিয়ন্ত্রন করবেন। কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং পুরনো সরকারি কলেজের অধ্যক্ষও থাকবেন।