২৩ মে, ২০২৫

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ জন আটক

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ জন আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২২মে (বুধবার)বিকেলে সরিষাবাড়ীর যমুনা নদীর বাসুরিয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়।

ঐ অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুর থানার শহর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম। একই উপজেলার আব্দুল হাই এর ছেলে মো. আব্দুল মালেক, মোহাম্মদ আলী মন্ডলের ছেলে মো. সাইদ মন্ডল, জহিরুল ইসলামের ছেলে মো. সানি সরকার এবং বগুড়ার ধুনট থানার বেলালের ছেলে মো. নাজমুল ইসলাম লিমন সরকার ও সোহাগ মিয়াসহ মোট৭জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মো. রফিকুল ইসলামকে ১০ লক্ষ টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

এ সময় সাতটি ড্রেজার মেশিন, দুটি বালু বহনের যান (বোলগেট) ও  প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়।

পরে গ্রাম্যমান আদালতে অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের জন্য সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়।

এলাকাবাসিরা জানায় দীর্ঘদিন ধরে যমুনার পূর্ব তীর উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা, বাঁশুরিয়া ও নয়ারপাড়া এলাকায় ডেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে  বালু উত্তোলন করে আসছিলেন।

এ কারণে মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) দশ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন। অনাদায় পাঁচজনকে এক মাস করে ও দুইজনকে ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এছাড়া ভ্রাম্যমান আদালতের জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে

ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।