২১ মে, ২০২৫

ঢাকা উত্তর সিটির প্রশাসককে অপসারণে আল্টিমেটাম

ঢাকা উত্তর সিটির প্রশাসককে অপসারণে আল্টিমেটাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। 

দাবি বাস্তবায়ন না হলে আগামী শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার বিকেলে গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সমানে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান।

ডিএনসিসি প্রশাসককে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এই বিক্ষোভের আয়োজন করে।