২১ মে, ২০২৫

উল্লাপাড়ায় ১০ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ

উল্লাপাড়ায় ১০ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা অফিস থেকে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী এ অভিযানের নেতৃত্ব দেন। 

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সময় হাটিকুরুল এলাকায় এই অভিযান চালিয়ে একটি ট্রাকে বোঝাই করা নিষিদ্ধ ১০ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়।

এ সময় পলিথিনের মালিক আসাদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  অভিযানের সময় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।