২০ মে, ২০২৫

হাকিমপুরে ধান-চাল সংগ্রহ শুরু 

হাকিমপুরে ধান-চাল সংগ্রহ শুরু 

দিনাজপুরের হাকিমপুরে সরকারিভাবে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৫ এর কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার(১৯ মে) হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদাম চত্বরে কৃষকদের নিকট থেকে ধান- চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও অমিত রায়।

এসময় উপস্থিত ছিলেন,  হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা বানু, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, বাংলাদেশ জামাআয়াত ইসলামি উপজেলা আমির আমিনুল ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। 

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৫৪৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ৪০৯ মেট্রিক টন সিদ্ধ চাল  সংগ্রহ করা হবে।