বগুড়ার ধুনটে ৩০টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরুসহ অর্থনৈতিক ও সামাজিক সহায়তা বিতরণ করা হয়েছে।
পুল্টি ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশনের অর্থায়নে ও পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর বাস্তবায়নে এবং ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প( ডিআইডিপি) এর সার্বিক সহযোগিতায় এ সহায়তা বিতরণ করা হয়।
সোমবার দুপুর ১২টায় ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের মাঠপাড়া কার্যালয় চত্বরে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক মোন্তাফিজুর রহমান।
সমন্বিত উন্নয়ন প্রকল্পের জেলা মাঠ সমন্বয়কারি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, বাবুল ইসলাম ও সমন্বিত উন্নয়ন প্রকল্পের ধুনট উপজেলা সমন্বয়কারি দিলীপ কুমার।
উল্লেখ্য.সহায়তার মধ্যে ছিলো ১টি গরু, ১টি ছাগল, ২জনকে ১০টি করে মুরগী, ৮জনকে ১০টি করে ঢেউটিন, ১০জনকে সজবী বিজ সহ নগত অর্থ, ৬জনকে শিক্ষা উপকরণ ও ২জনকে ক্ষুদ্র ব্যবসায়ীক পণ্য সহায়তা সহ মোট ১লাখ ২০হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়।