বগুড়ার ধুনট উপজেলায় গ্রামের বন্ধু ও সহপাঠীদের সাথে পুকুরে নেমে বল খেলার সময় পানিতে ডুবে তামিম আহম্মেদ (১৩) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম আহম্মেদ ধুনট পৌর এলাকার সদরপাড়ার আল মাহমুদ ছেলে। সে কাদাই আবু হাসান (ঠান্ডা) সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
উপজেলার কাদাই আবু হাসান (ঠান্ডা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তামিম আহম্মেদ কাদাই গ্রামে নানা অজেল প্রামানিকের বাড়িতে থেকে কাদাই আবু হাসান (ঠান্ডা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শ্রেণীতে লেখাপড়া করতো। শুক্রবার দুপুরে গ্রামের বন্ধু ও সহপাঠীদের সাথে কাদাই গ্রামে ফসলের মাঠে একটি পুকুরে বল খেলতে নামে। সবাই বল খেলার এক পর্যায়ে অসাবধানতা বসত তামিম পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় তার খেলার সাথিরা তাকে আর খুঁেজ পায়নি। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পুকুরের পানি থেকে তামিম আহম্মেদের ভাসমান মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে তামিম আহম্মেদের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।