সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বৃহস্পতিবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত ছোরহাব আলীর ছেলে এনজিওকর্মী শহিদুল ইসলাম (৫০) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সুলতান হোসেনের ছেলে চাউল ব্যবসায়ী চান মিয়া (৪৫)।
প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ৮টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার বগুড়া-পাবনা মহাসড়কে উপজেলা মডেল মসজিদের সামনে। শহিদুল ইসলাম মোটরসাইকেলে করে তাড়াশ উপজেলা থেকে মোহনপুর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে রাখা বালু ও খোয়া রাখার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝি পড়ে যান তিনি। এ সময় বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্যাংক লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
অপরদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে গভীর রাতে একই মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ওভারব্রিজ এলাকায়। চাউল ব্যবসায়ী চান মিয়া মোটরসাইকেলে শাহজাদপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে দ্রুত চলে যায়। সেখানেই প্রাণ হারান তিনি।
দুটি দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ।