১৫ মে, ২০২৫

সুবর্ণচরে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুবর্ণচরে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে পরিষ্কার রাস্তার মাথা সড়ক সংলগ্ন 'হাবুর খাল' দখল করে গড়ে তুলেন ২৬টি অবৈধ স্থাপনা ও দোকান ভিটি একটি প্রভাবশালী চক্র।

বুধবার (১৪ মে) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় বিএডিসির সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেনসহ পুলিশ ও নোয়াখালী অস্থায়ী সেনা ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিলেন।

খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বহুদিন ধরে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ ছিল। সামান্যতম বৃষ্টি হলে সৃষ্টি হতো জলাবন্ধতা। এতে স্থানীয় কৃষক, পথচারীরা চরম দুর্ভোগে পড়ে। আজ অভিযানে এসব অবৈধ দোকান ঘরগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

স্থানীয় কৃষক আহসান হাবিব জানান, এই খাল দিয়ে জমিতে পানি দিতাম। খাল দখলের কারণে কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছে। এখন খাল মুক্ত হওয়ায় চাষাবাদে উপকার হবে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন জানান,  ‘সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। হাবুর খাল কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি খাল।

সুবর্ণচরের দখল হওয়া অন্যান্য খালও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।’ আমরা জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখবো।