আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে আজ মঙ্গলবার আদালতে তোলা হবে—এই খবর অনেকেই জানতেন। এজন্য সকাল ১০টারে পর থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগে যায়।
সকাল থেকেই গণমাধ্যমকর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন। বেলা দুইটার পর ফাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে। তখনও আদালতের সামনে উৎসুক জনতার ভিড় ছিল।
বেলা তিনটার পর মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয়। এ সময় মমতাজকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ঘিরে ধরে। পরে তাকে যখন লিফটে করে নিচতলা থেকে সাততলায় নেওয়া হয়, তখন আদালতকক্ষ আইনজীবীদের উপস্থিতিতে ঠাসা।
আদালতে তোলার পর কাঠগড়ার রেলিং ধরে দাঁড়ান মমতাজ। এ সময় মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটার ওমর ফারুক ফারুকী।
পিপি একের পর এক মমতাজের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। তবে নিরব নির্বিকার ছিলেন মমতাজ। আদালত এক পর্যায়ে মমতাজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।