১০ জুন, ২০২৩

ছেলের লাশ বুকে নিয়ে বাড়ি ফিরছে বাবা!

ছেলের লাশ বুকে নিয়ে বাড়ি ফিরছে বাবা!

ছেলের লাশ কুলে নিয়ে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্য রওয়ানা দেন অসহায় বাবা। কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার জন্য কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে শিশু ছেলের লাশ কুলে বসে আছে অসহায় বাবা।

বুট বা নৌকা ভাড়ার সংকটে কক্সবাজার ঘাট থেকে মহেশখালীতে যেতে পারতেছে না তিনি।পরে সাধারণ মানুষের সহায়তায় তিনি ছেলের লাশ নিয়ে মহেশখালী নিজ বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন।  শুক্রবার (৯ জুন) ২ টার দিকে কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাটে এ দৃশ্য দেখা যায়।

জানাযায়, অসহায় এই মানুষটির বাড়ি মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের  ইউনুসখালী এলাকায়। শিশু বাচ্চাটি আর্থিক সংকটে চিকিৎসার অভাবে মারা গিয়েছে বলে জানান তার পিতা।