১৩ মে, ২০২৫

উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

উল্লাপাড়ায় মেসার্স রহমান স্যানিটারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে  সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১২ মে) দুপুরে উল্লাপাড়া পৌর শহরের কুটি বাজারের মেসার্স রহমান স্যানিটারীর মালিক জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত গ্যাস মজুদের অপরাধে এ জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, অতিরিক্ত গ্যাস মজুদ, ভাউচারে অন্তর্ভুক্ত ছাড়াই গ্যাস বিক্রির  অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এমন কর্মকান্ড না করতে সাবধান করা হয়েছে।