১১ মে, ২০২৫

ধুনটে ক্রিকেট টুর্নামেন্টে বাটিকাবাড়ি রয়েল’স চ্যাম্পিয়ন

ধুনটে ক্রিকেট টুর্নামেন্টে বাটিকাবাড়ি রয়েল’স চ্যাম্পিয়ন

বগুড়ার ধুনট উপজেলায় কর্পোরেট ক্রিকেট কমিটির আয়োজনে ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় কর্পোরেট ক্রিকেট লীগ সিজন-৩ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩টায় মাটিকোড়া উল্লাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মাসুদ টেলিকমকে হারিয়ে বাটিকাবাড়ি রয়েল’স ৫ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ, ধুনট থানার এসআই

মোস্তাফিজুর রহমান, অমিত হাসন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, মাসুদ টেলিকমের স্বত্বাধিকারী মাসুদ রানা, ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ। খেলা পরিচালনা করেন আশরাফুল ইসলাম শোভন ও মেহেদী হাসান খান হৃদয়।