১০ মে, ২০২৫

আজ ভোররাতের হামলায় ভারতের সরকারি কর্মকর্তাসহ ৫ জন নিহত

আজ ভোররাতের হামলায় ভারতের সরকারি কর্মকর্তাসহ ৫ জন নিহত

আজ (১০ মে) শনিবার ভোররাতে পাকিস্তানের ভারী গোলাবর্ষনে ভারতের জম্মু, পুঞ্চ ও রাজৌুির জেলার বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তা সহ পাঁচজন নিহত  হয়েছে। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জম্মুর স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।  

জম্মুর প্রশাসন জানায়, পাকিস্তানের গোলা সরকারি বাসভবনে আঘাত করলে সেখানে অবস্থিত রাজৌর জেলার অতিরিক্ত জেনা উন্নয়ন কমিশনা রাজ কুমার থাপা ও তার দুই কর্মচারী গুরুতর আহত হন। এ হামলার ব্যাপারে ভারতের মুখ্যমন্ত্রী বলেন, এই অপূরণীয় ক্ষতি নিয়ে কিছু বলার ভাষা নেই।

আমি তার আত্মার শান্তি কামনা করি। সেই সাথে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। কোনো গুজবে কান দিবেন না । আমরা এই পরিস্থিতি একসঙ্গে মোকাবেলা করবো। নিহত সরকারি কর্মকর্তা থাপা ১৯৮৯ সালে জুম্মু সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। 

ভারতের দাবি, তারা টানা ড্রোন হামলার পর পাকিস্তান ভোররাতে ওই গোলাবর্ষন চালায়। পাকিস্তান ওই সব ড্রোন লক্ষ করে উত্তর পশ্চিম সীমান্তে হামলা চালায়।