১০ মে, ২০২৫

সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় বিমানবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় বিমানবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগে বিমানবন্দর পরিদর্শনে করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অ:) মোঃ জাহাঙ্গীর আলম। সেখানে গিয়ে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন এবং জড়িততের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আজ (১০ মে )শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের সাসপেন্ড করা  হয়েছে। তবে তিনি বলেন, এসবির পক্ষ থেকে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল তাকে জানানো হয়নি। এ ব্যপারে তার কাছে কোন তথ্য নেই।

অভিযোগের ব্যাপারে আমার বিভাগে খোজ নিয়ে খুটিনাটি সকল বিষয়ে দেখা হবে এবং জড়িতদের শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা জনিত কারণ দেখিয়ে থাই এয়ারল্যান্সে দেশ ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ।