১০ মে, ২০২৫

নিষ্পাপ প্রেম...

নিষ্পাপ প্রেম...

এতটা প্রেম কোথাও পেলাম না
এতটা নিষ্পাপ যুগলপ্রেমের 
কথামালাও লেখা হলোনা কোন কাব্যে

তবু তোমার কাছে গেলেই 
খাঁ খাঁ উজানভুমিও হয়ে যায় নরম আকাশ 
মন পাড়ায় তোমায় ছুয়ে দিতেই
মেঘ ভেঙে নেমে আসে অঝর শ্রাবণ 

এমন নিরুত্তাপ, নির্ভেজাল সর্গীয় কেন 
তোমার প্রেমের স্পর্শ 
তুমি আমার অকৃত্রিম বন্ধু বলে?
নিষ্পাপ সঙ্গী

৮.৫.২৪