৯ মে, ২০২৫

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের ক্যাম্পেইন

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের ক্যাম্পেইন

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে ৮মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় নাসিরনগর সদর কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ  ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের সদস্য আশিকুল হক আফনান এর সঞ্চালনায় থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা বৃদ্ধির  ক্যাম্পেইনে বক্তব্য রাখেন কুলিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মাকসুদুল হক পাঠান,  শিক্ষক শেখ সামসুদ্দিন, শিক্ষক এটি এম আজিজ, সংগঠনের  রবিউল ভূইয়া বাঁধন, বাপ্পি আহমেদ, রাসেল মিয়া, জাকির হুসেন, রাকিব হাসান, ফাহিম আব্দুল্লাহ, হুজাইফা ইবনে সাদ প্রমুখ।

বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে থ্যালাসেমিয়া হয়। বাবা অথবা মা, কিংবা বাবা-মা উভয়েরই থ্যালাসেমিয়া জিন থাকলে বংশানুক্রমে এটি সন্তানের মধ্যে ছড়ায়। এইজন্য যুব সমাজকে এগিয়ে  এসে  সচেতনতামূলক,  বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।