৯ মে, ২০২৫

ভারত থেকে অনুপ্রবেশ, হরিপুরে বিজিবির হাতে আটক ১০

ভারত থেকে অনুপ্রবেশ, হরিপুরে বিজিবির হাতে আটক ১০

ঠাকুরগাঁওয়ে হরিপুরে চাপাসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশের সীমান্ত পিলার ৩৪৮ হতে ১০০ গজ অভ্যন্তরে চাপপুকুর নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক ( পুরুষ) ১০জনকে অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ করলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) তাদের আটক করে।

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সরকার।

বিজিবি সূত্রে জানা যায়, ৮ মাস আগে ভারতের রাজস্থান নামক স্থানে কাজ করতে যায় তারা।

আটককৃতরা হলেন,  মোঃ জসিম উদ্দিন (২৬),  মোঃ সোহেল (২৯), মোঃ মুসলিম আলী (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), মোঃ আফজাল হোসেন (২৪), সনেতছ (২২), নয়ন চন্দ্র রায় (২৪), মোঃ তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০), মোঃ সালমান (৪০)।

আটককৃতদের হরিপুর থানায় হস্তান্তর করা হবে বলে জনা গেছে।