৮ মে, ২০২৫

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠন কর্তৃক নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭মে, ২০২৫) সন্ধ্যা ৭ টা  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৭তলায় আইন বিভাগের সেমিনার কক্ষে ঝিনাইদহ জেলাস্থ প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, গোপালগঞ্জ জেলায় কর্মরত নানা কর্মকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- গোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সোহেল হাসান, গোবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মোঃ নাজমুল হাসান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাফিন হাসনাত এবং সঞ্চালনা করেন বেলাল হোসেন আরিয়ান। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিপ্রবি আইন বিভাগের ডিন ও চেয়ারম্যান মো: রাজিউর রহমান, মানবিকী অনুষদের ডিন ও বাংলা বিভাগের সভাপতি আব্দুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: বশির উদ্দিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক জিলহাস আহম্মেদ জুয়েল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেহের প্রভাষক এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থী।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ জেলার স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা ক্যারিয়ার মুখী আলোচনা, মাদকাসক্ত থেকে দূরে থাকার পরামর্শ ও সুশিক্ষায় শিক্ষিত হবার পরামর্শ দেন।