কুড়িগ্রামের চিলমারীতে মহিলাকে শ্লীলতা হানির ঘটনায় মামলা দায়ের। চিলমারী উপজেলা থানাহাট ইউনিয়নের রাজার ভিটা এলাকার নবেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুকুনুজ্জামান আক্কুর পুত্র নিশাদ মিয়া (২৭) একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) এর শ্লীলতা হানি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জীবিকা নির্বাহের জন্য রোকেয়া বেগমের স্বামী সাইদুল ইসলাম ও পুত্র রবিউল ইসলাম বাদল ঢাকায় অবস্থান করেন। এই সুযোগে দীর্ঘদিন থেকে একলা পেয়ে তাকে বিভিন্নভাবে উক্ত্যক্ত করাসহ বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকে।
তার কু-প্রস্তাবে রাজি না হলে নিশাদ মিয়া গত শনিবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় তার নিজ বাড়ীর সামনে সাংসারিক কাজ করতে থাকা অবস্থায় একলা পেয়ে তাকে পিছন থেকে অতর্কিতভাবে ঝাপটে ধরে এবং স্পর্শ কাতর স্থানে হাত দেওয়াসহ ধস্তাধস্তি করে পরনের কাপড় ছিড়ে ফেলে এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার পরনের লুঙ্গি উপরের দিকে উঠিয়ে গোপন অঙ্গ মহিলার মূখে প্রবেশ করানোর চেষ্টা। মহিলার চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধারে ছুটে আসলে নিশাদ মিয়া তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে।
এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম জানান, অভিযোগ পেয়েছি মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।