উল্লাপাড়ায় হামলার শিকার বিএনপি নেতা আজাদ হোসেনকে বুধবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়। প্রায় ১৯ দিন ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা গ্রহনের পর সুস্থ হয়ে তিনি উল্লাপাড়ায় ফেরেন।
উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন সমূহ শহীদ মিনার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি কে.এম. শরফুদ্দিন মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন।
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর গত ১৮ এপ্রিল দুপুরে পৌরশহরের থানার মোড়ে অতর্কিত হামলা চালায় একদল যুবক। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথায় বেধড়ক পেটালে গুরুতর আহত হন তিনি।
তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলার জন্য আজাদের পরিবার ও উপজেলা বিএনপি জামায়াত শিবিরকে দায়ী করে।
১৮ এপ্রিল রাতেই আজাদ হোসেনের ভাই পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদি হয়ে ১৫ জন জামাত শিবিরের নেতাকর্মীর নামে এবং আরো ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ঘটনার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ প্রধান আসামী পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অপর আসামীরা সবাই পলাতক রয়েছে।
বুধবার শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুস্থ হয়ে ফেরা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’ সাবেক সদস্য সচিব ওবায়দুল ইসলাম মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াসাত করিম নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস কাওসার প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তাগণ প্রায় ৩ সপ্তাহেও এই মামলার অপর আসামীদের গ্রেপ্তার করতে না পারা পুলিশের ব্যর্থতা বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে আজাদ হত্যা চেষ্টার মামলার অপর সকল আসামীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজাদ হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তার না হওয়ার ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আসামীরা সবাই অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। তাদের মোবাইল ফোনগুলোও বন্ধ। পুলিশ তাদের ধরার জন্য সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।