৬ মে, ২০২৫

আগে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন, পরে নির্বাচন

আগে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন, পরে  নির্বাচন

জাতীয় নির্বাচন কখন হবে, সিদ্ধান্ত বাংলাদেশের। তবে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডিকাবের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনীয় রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন। 

ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘রাজনৈতিক দল ও অন্তর্বর্তী  সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করি।’