৫ মে, ২০২৫

উল্লাপাড়ায় অটোভ্যান উল্টে প্রাণ গেল কলেজছাত্রীর

উল্লাপাড়ায় অটোভ্যান উল্টে প্রাণ গেল কলেজছাত্রীর

রোববার বিকেলে অটোভ্যান উল্টে ইসরাত জাহান (১৮) নামের এক কলেজ ছাত্রী মারা গেছেন। ইসরাত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের পল্লী চিকিৎসক আসলাম উদ্দিনের মেয়ে।

সে উপজেলার হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে অটোভ্যানযোগে রোববার বিকেলে ইসরাতসহ ৩জন বাড়ি ফিরছিলেন। বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়া বোয়ালিয়া কবরস্থানের পাশে ভ্যানটি উল্টে যায়। ভ্যানে থাকা ইসরাত গুরুতর আহত হয়। আহত হয় অন্য শিক্ষার্থীরাও।

আহত অন্য শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা সুস্থ রয়েছে। ইসরাতকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।

হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও  কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইসরাত জাহান প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী এবং রোভার ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসরাতের এমন মৃত্যুতে কলেজ প্রাঙ্গণে শোকসভার আয়োজন করা হয়েছে।