৫ মে, ২০২৫

রিয়ালের রুদ্ধশ্বাস জয়, এবার জমবে শিরোপা লড়াই

রিয়ালের রুদ্ধশ্বাস জয়, এবার জমবে শিরোপা লড়াই

প্রায় সব হারানো রিয়াল মাদ্রিদের ভরসা এখন লা লিগার শিরোপা। যেখানে প্রতিটি ম্যাচ এখন রিয়ালের জন্য বাঁচা-মরার লড়াই।

একটি হার কিংবা ড্র রিয়ালের স্বপ্নকে মিশিয়ে দিতে পারে ধুলোয়। যার ফলে মৌসুমও তাদের শেষে করতে হতে পারে শূণ্য হাতে। তেমনই এক পরিস্থিতিতে আজ সেল্তা ভিগোর মুখোমুখি হয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রিয়াল।

অথচ ম্যাচটা রিয়ালের সহজেই জেতার কথা ছিল। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলেরের নৈপুণ্যে ৪৮ মিনিটেই রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। এমবাপ্পে করেছেন জোড়া গোল আর গুলের একটি গোলের পাশাপপাশি করেছেন একটি অ্যাসিস্টও। কিন্তু তিন গোলের সেই লিডও  এক সময় যথেষ্ট মনে হচ্ছিল না।

সবশেস রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে ফাপ ছেড়ে বাঁচে রিয়াল মাদ্রিদ।