৫ মে, ২০২৫

আইএমএফের ঋণ না পেলেও বাস্তবসম্মত বাজেট হবে: অর্থ উপদেষ্টা

আইএমএফের ঋণ না পেলেও বাস্তবসম্মত বাজেট হবে: অর্থ উপদেষ্টা

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাজেট সহায়তা না পেলেও একটি ম্যানেজেবল এবং বাস্তবসম্মত বাজেট হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৪ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এশিয়ান উন্নয়ন  ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) মি. ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এডিবির ভাইস প্রেসিডেন্ট এসে আমাদের ইকোনোমির অবস্থা জানতে চেয়েছিলেন। আমরা বলেছি- ইকোনোমির অবস্থা আগের চেয়ে বেটার। আমাদের মাইক্রো ইকোনোমিতে অনেক উন্নতি হয়েছে। ব্যাংকিং খাতে অনেক সংস্কার করেছি। সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো ট্রেড। এ বিষয়ে বেসরকারি খাতে একটি সামিট অনুষ্ঠিত হবে।’