খুলনায় পুলিশের সামনে অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে খুলনা সদর থানার বাগমারা সেতু এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন- বাগমারা এলাকার আবদুল আজিজ, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম। এর মধ্যে আবদুল আজিজ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাকি তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল শনিবার রাতে বাগমারা এলাকায় ‘শিরিনা স্টোর’ নামে একটি মুদিদোকানে চুরি হয়। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।
পরে তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।