৪ মে, ২০২৫

বাংলাদেশের নির্বাচনের সময় জানতে চেয়েছে রাশিয়া

বাংলাদেশের নির্বাচনের সময় জানতে চেয়েছে রাশিয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। বৈঠকে দেশের রাজনৈ তিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং তা  কত দ্রুত হতে পারে-সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রুশ রাষ্ট্রদূত।

রোববার (৪ মে) সকালে শুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত বাংরাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন। নির্বাচন কত দ্রুত হবে, সেই বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে রাশিয়া একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। নির্বাচিত সরকার থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়-এমনটাই তাদের বক্তব্য।