৪ মে, ২০২৫

হাতি হত্যায় থানায় অভিযোগ দিয়ে দায় সারছে বন বিভাগ

হাতি হত্যায় থানায় অভিযোগ দিয়ে দায় সারছে বন বিভাগ

হাতি হত্যার বিচারে বন অধিদপ্তরের তেমন  কোনো উদ্যোগ নেই। অথচ বন্য প্রাণী আইনে তাদের সে ক্ষমতা দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি সেই আইনের প্রয়োগ করে না। বরং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দায় সারছে।

অথচ প্রতিবছরই ধারাবাহিকভাবে হাতি হত্যার ঘটনা ঘটছে। গত ৯ বছরে ১৪৬টি হাতি মারা যাওয়ার ঘটনায় বন আদালতে মাত্র ২০টি মামলা করেছে অধিদপ্তর।

বন বিভাগের তথ্য বলছে, গত ৯ বছরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৪টি হাতি মারা গেছে। কিন্তু বন আদালতে মামলা হয়েছে মাত্র ১৯টি। আর থানায় সাধারণ ডায়েরি হয়েছে ৭৫টি।

একই সময়ে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুরে ৩২টি হাতি হত্যার শিকার হয়েছে।  এসব ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে মাত্র ৭টি।

থানায় মামলা হয়েছে একটি আর বন আদালতে  মামলা হয়েছে একটি।