৯৪ রানে ব্যাটিং করছিলেন বাংলাদেশ যুব দলের ওপেনার জাওয়াদ আবরার। এমন সময়ে শ্রীলঙ্কা যুব দলের অধিনায়ক বিমত দিনসারা বল তুলে দেন অনিয়মিত বোলার দুলনিত সিগেরাকে।
প্রথম বলে সিঙ্গেল নেওয়া েজাওয়াদ আবার স্ট্রাইক পান ইনিংসের ৩৫তম ওভারের চতুর্থ বলে। সিগেরার পায়র ওপর করা বলটিকে ফ্লিকে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান জাওয়াদ।
ডানহাতি এই ওপেনারের সেঞ্চুরির ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করেছিল ৮ উইকেটে ৩৩৬ রান। রান তাড়ায় শ্রলঙ্কানরা ৩৮.৪ ওভারে অলআউট ১৯০ রানে।
এই জয়ে ছয় ম্যাচের সিরিজে বাংলাদেশের যুবারা এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে। যার অর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিরিজ হারছে না।