৪ মে, ২০২৫

ভারত নদীতে বাঁধ দিলে পারমানবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

ভারত নদীতে বাঁধ দিলে পারমানবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী বলে দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত।

এদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা ১০ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।

এমন আবহে ভারতকে এবার কড়া বার্তা দিলেন  রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবারাহে বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পারমাণিবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রগার ব্যবহার করতে পারে।