৪ মে, ২০২৫

চিকিৎসক সঙ্কটে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক সঙ্কটে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শুধুমাত্র ২ জন চিকিৎসক দিয়ে চলছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা সেবা। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১০ জন চিকিৎসকের চাহিদা থাকলেও মাত্র দুই জন চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এই হাসপাতালটিতে।

এতে করে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই উপজেলার সহ বন্দর, হিলি ইমিগ্রেশন দিয়ে বিদেশ যাতায়াতের মানুষ জন। সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদা পাঠানো হয়েছে বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ।

হাকিমপুর (হিলি) উপজেলার ১টি পৌরসভা ৩টি ইউনিয়ন এবং এখানে রয়েছে একটি স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট। সবমিলে চিকিৎসা সেবা কেন্দ্র ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিদিন হাসপাতালে আউটডোরে চিকিৎসা নিতে আসে ৪০০ থেকে ৫০০, জরুরী বিভাগ ১০০ থেকে ১৫০ এবং ভর্তি থাকে ৪০ থেকে ৫০ জন রোগী। দীর্ঘদিন ধরে এসব রোগীদের সেবা দিচ্ছেন মাত্র দুই জন মেডিকেল অফিসার, যদিও থাকার কথা ১০ জন মেডিকেল অফিসার। 

সর্দি- কাশি জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ। চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালে। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এই দুই জন চিকিৎসক। চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসক বাড়াবে, সরকারের নিকট এমনটাই প্রত্যাশা সেবা নিতে আসা রোগীদের।

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা লাবনী আক্তার বলেন, গতকাল আমি আমার রোগীকে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমান রোগীর অবস্থা ভাল। ডাক্তার মাঝেমধ্যে আসছেন, রোগী দেখে যাচ্ছেন। তবে সব জায়গায় দেখছি একজন ডাক্তারকে। আমাদের হাসপাতালে অনেক দিন থেকে দুই এক জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা চলছে। আমি সরকারের নিকট আশা করবো দ্রুত এই হাসপাতালে ডাক্তার বৃদ্ধি করবেন। 

হিলি হাসপাতালের স্টোরকিপার শাহিনুজ্জামান বলেন, হাসপাতালে আমাদের পর্যাপ্ত ঔষধপত্র এবং অন্যান্য লোকজন আছে। কিন্তু যতগুলো ডাক্তার থাকার কথা, তা নেই। ডাক্তার কম থাকায় জনগণকে সঠিক সময় সেবা দেওয়া যাচ্ছে না। 

হিলি হাসপাতালের নার্সিং সুপার ভাইজার নুর নাহার বেগম বলেন, হাসপাতালে নার্সের কোন কমতি নেই। তবে মাত্র দুই জন চিকিৎসক আছেন। এতো বড় হাসপাতালে দুইজন চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না, চিকিৎসক বাড়ানো প্রয়োজন।

হিলি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ হুমায়ুন কবির বলেন, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের চাহিদা ১০ জন। তার মধ্যে আছি মাত্র দুইজন। বর্তমান আমরা রোগীদের সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছি। আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সিতে চিকিৎসা সেবাসহ বিভিন্ন দপ্তরিক কাজে প্রতিনিয়ত দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এতে করে আমরা যেমন নার্ভাস হচ্ছি পাশাপাশি এই উপজেলার মানুষও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।  

এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কট রয়েছে। দীর্ঘদিন ধরে দুই জন চিকিৎসক দ্বারা সেবা দিয়ে আসছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদা পাঠানো হয়েছে।