৯ জুন, ২০২৩

প্রচন্ড তাপদাহের পর উল্লাপাড়ায় স্বস্তির বৃষ্টি

প্রচন্ড তাপদাহের পর উল্লাপাড়ায় স্বস্তির বৃষ্টি

বেশ কিছুদিন ধরে চলা দুঃসহ গরম ও প্রচন্ড তাপদাহের পর অবশেষে বুধবার বিকেলে উল্লাপাড়ায় নামলো স্বস্তির বৃষ্টি। প্রথমে কিছুটা বাতাস বইলেও শেষ পর্যন্ত বিকেল ৪ টার দিকে ১৫ মিনিট ধরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে একটু হলেও শান্তি ফিরেছে।

এর আগে বুধবার সকাল থেকে দিনের তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। ফলে স্কুল কলেজের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বিদ্যুৎবিহীন অবস্থায় ক্লাস করতে  একেবারেই নাভিশ^াস উঠে। ছেলে মেয়েরা গরমে হাঁসফাঁস করে। 

এইচ.টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী মিম খাতুন, রুপা খাতুন, শাপলা পারভীনসহ কয়েকজন ছাত্রী বিকেলে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছিল। তারা জানালো প্রচন্ড গরমের পর বৃষ্টিতে ভিজে বেশ মজা পাচ্ছে তারা। এমন আরও দুই একদিন বৃষ্টি হলে আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তারা। 

এদিকে হঠাৎ করে বৃষ্টি নামায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্ররা ক্লাস থেকে বেরিয়ে ফুটবল নিয়ে মাঠে নামে। বৃষ্টিতে ভিজে খুব মজা করে খেলে তারা। খেলায় অংশ নেওয়া মহসিন, আলীম, সাগর ও হালিম জানায়, প্রচন্ড গরমে বিপর্যস্ত অবস্থায় বৃষ্টিতে ফুটবল খেলে খুব আনন্দ করেছে তারা। বৃষ্টির সময় উল্লাপাড়া মার্চেন্ট স্কুলের বেশকিছু শিক্ষার্থীকে ব্যাগ বই খাতা স্কুলে রেখে ভিজে বাড়ি ফিরতে দেখা যায়।