কি,চুপ কেন?
কই নাতো
মিত্থ্যে বলছো
ভাবছি
কি?
নতুন এক অসুখ হয়েছে আমার
না বললে বুঝব কিভাবে
বলতেই হবে?
হুম
তোমাকে আমি বেশি দেখি
যখন তোমাকে দেখিনা
তোমার সাথে আরও বেশি কথা বলি
যখন কোনও কথা বলিনা
তোমাকে পাগলের মত ভালবাসতে থাকি
যখন মনে হয় এই বুঝি তোমায় হারিয়ে ফেললাম
মোহ
কেটে যাবে অল্প দিনেই
না
কাটছেনা
চেষ্টা করছি অনেক
প্রেমে পরেছো?
তাই তো মনে হচ্ছে
এটাও ক্ষনস্থায়ী
শেষ হয়ে যাবে নতুন কেউ এলে
কিন্তু??
আবার কি?
আমিতো তোমাকে ভালবাসতে চাই
কেন?
জানিনা
ভালবাসি জন্যেই ভালবাসতে চাই
অকারন
আমি কি বারণ করেছি
কিন্তু কিভাবে?
এই যে এখন যেখান থেকে যেভাবে
মোহের প্রেমে ভালবাসছ
ঠিক ওখান থেকে
ওভাবেই
এভাবে ভালবাসা যায়?
যায় তো
আমি ওখান থেকেই সুন্দর
জগতের যা কিছু কোনদিন ছোঁয়া যায়না
তার সবি অমূল্য
যা কিছু অমূল্য
তাহাই বড় আদরের,প্রেমের,দ্রোহের,ভালবাসার
অনন্ত অম্বরে
সীমার মাঝে অসীমের
সে ভালবাসাই চিরদিনের।
৯.৯.২১
রাজশাহী