১ মে, ২০২৫

উল্লাপাড়ায় নানা আয়োজনে মে দিবস পালিত

উল্লাপাড়ায় নানা আয়োজনে মে দিবস পালিত

উল্লাপাড়ায় বিএনপি, জামায়াত ও বিভিন্ন শ্রমিক সংগঠন বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।

সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা বিএনপি (এম আকবর আলী গ্রুপ) আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এম আকবর আলী।

উল্লাপাড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মেয়র বেলাল হোসেন, বিএনপি নেতা হেলাল সরকার, আব্দুর রাজ্জাক সন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিষ্টার প্রমুখ। 

উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের ব্যানারে (আজাদ হোসেন গ্রুপ) শহরে এক শোভাযাত্রা বের করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি কে.এম শরফুদ্দিন মঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মাহবুব খান, গোলাম আউলিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হোসেন প্রমুখ।

উপজেলা জামায়াতের উদ্যোগে শহরে শোভাযাত্রা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।

পৌর মুক্ত মঞ্চে উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এছাড়া উল্লাপাড়া ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।