১ মে, ২০২৫

চিলমারীতে ধান ঘরে তুলতে মহা ব্যস্ত কৃষক

চিলমারীতে ধান ঘরে তুলতে মহা ব্যস্ত কৃষক

কুড়িগ্রামের চিলমারীতে পেদিখাওয়া, মাইলডাঙ্গা, হর্নারবন, চাচলার বিলসহ ছোট বড় সব এলাকায় বোরো ধান কাটার ধুম পড়েছে। কৃষাণ-কৃষাণীরা মহা ব্যস্ত পাকা ধান ঘরে তোলায়। কৃষকরা মাঠ থেকে ধান এনে বাড়িতে রাখছেন।

কৃষাণিরা সকাল থেকে সন্ধা পর্যন্ত ধান থেকে ময়লা পরিস্কার করে গোলায় ভরছেন। এবার এ এলাকায় বৈশাখের ৫ তারিখ থেকে ধান কাটা শুরু হয়েছে। তখন থেকেই কৃষকরা ধান কাটা নিয়ে মহা ব্যস্ত হয়ে পড়েন।

শ্রমিকের পাশাপাশি আধুনিক কৃষি সরঞ্জাম দিয়ে দ্রত সময়ের মধ্যে ধান কাটা ও মারাই করতে পেরে কৃষকের মুখে হাসির ঝিলিক। আবহাওয়া অনুকুলে থাকায় বোরো আবাদ লক্ষমাত্রার চেয়ে ফলন ভালো হয়েছে।

চিলমারী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৭০ভাগ ধান কাটা হয়েছে। এবারে এ উপজেলায় ৬হাজার ৮শ ৫০ হাজার হেক্টর জমিতে বেরো আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রীড ২ হাজার ১০ হেক্টার, উচ্চফলনশীল ৬হাজার ৬শ ৪০ হেক্টর ও স্থানীয় জাতের ৪শ হেক্টর জমীতে ধান চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় বিষান দাস জানান, এ বছর সময়মত বৃষ্টি রোদ থাকায় এ অঞ্চলে বোরোর বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকেরাও খুশি।