রাজশাহীর দূর্গাপুর উপজেলায় শাহবুদ্দিন ও ইসরাফিল নামে দুই গণমাধ্যম কর্মীসহ ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটে।
২৬ এপ্রিল (শনিবার) বিকাল সারে ৫টার দিকে দূর্গাপুর উপজেলার পাচুবাড়ি এলাকায় এ হামলার চালায় ২০/২৫ জন সন্ত্রাসী।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলার দর্পণ পত্রিকার সম্পাদক শাহবুদ্দিন ও রাজশাহী টাইমস পত্রিকা সম্পাদক ইসরাফিল। এছাড়াও তাঁরা অগ্রযাত্রাসহ অন্যান্য পত্রিকায় কর্মরত আছেন। শাহবুদ্দিন ও ইসরাফিল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্য।
জানা যায়, মোটরসাইকেল যোগে সাংবাদিক শাহাবুদ্দিন ও ইসরাফিল রাজশাহী থেকে কানপাড়া হয়ে তাহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পাচুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলা দেখতে দাঁড়ালে ওখানে আগে থেকে উপস্থিত একদল সন্ত্রাসী বলেন এই সাংবাদিক আমাদের নামে সংবাদ প্রকাশ করেছে। সংবাদ প্রকাশ কেনো করলি বলেই তাঁদের ওপর হামলা চালায়। এরপর সন্ত্রাসীরা তাঁদের হত্যার উদ্দেশ্যে একটি নির্জন মাঠে নিয়ে গেলে এলাকাবাসীর একটা অংশ তাঁদের উদ্ধার করেন।
বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে ওই ঘটনায় এলাকাবাসী হামলাকারীদের দুজনকে আটক করেন। পরে ওই দুব্যক্তিকে দূর্গাপুর থানা পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক শাহবুদ্দিন ও ইসরাফিল বলেন, পাওনা টাকা আদায়ে সন্ত্রাসী হামলার একটি ঘটনার এজাহার হয় দূর্গাপুর থানায়। ওই ঘটনায় সংবাদ প্রকাশ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। ওই সংবাদের জেরে আজ আমাদের উপর এ হামলা চালানো হয়। তাঁরা আরও বলেন, প্রথমে সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেল কেড়ে নেয়। এরপর তাঁদের কাছে থাকা দুটি ক্যামেরা কেড়ে নেওয়া হয়।
বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ সাংবাদিক সংস্থার (বাসাস)'র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক আব্দুল বশির ডলার, সহ-প্রচার সম্পাদক আবুল বাশার। চিকিৎসাধীন সাংবাদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। এসময় তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
একই সাথে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি'র সভাপতি নুরে ইসলাম মিলন, রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের দুর্গাপুর উপজেলা শাখা কমিটির সভাপতি মোমিন জাদরান, সাধারণ সম্পাদক মুন্না ইসলাম আগুনসহ রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, আমি ঘটনা শুনে তৎক্ষনাৎ ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। ওই ঘটনায় এলাকাবাসী হামলাকারীদের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হবে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।