২৬ এপ্রিল, ২০২৫

সাঁথিয়ায় ফসলের মাঠে ব্যাটারি পোড়ানো ফ্যাক্টরি, ৫০ একর বোরো ধান নষ্ট

সাঁথিয়ায় ফসলের মাঠে ব্যাটারি পোড়ানো ফ্যাক্টরি, ৫০ একর বোরো ধান নষ্ট

পাবনার সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া মাঠে ব্যাটারির ফ্যাক্টরি স্থাপন করায় বিষাক্ত ধোঁয়ায় ৫০ একর বোরো ধান নষ্ট হয়ে গেছে।

জানা যায়, গত ২৩ এপ্রিল সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়ীয়া মাঠে ধানের শীষ কালা হওয়ার বিষয়ে উপজেলা কৃষি অফিসারকে স্থানীয় কৃষকরা সংবাদ দেন।

সংবাদ পেয়ে উপজেলা কৃষি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)সহ একটি টিম ঐদিনই সরেজমিন মাঠ পরিদর্শন করে সন্ধান পান বহলবাড়ীয়ায় বোরো ধানের মাঠ সংলগ্ন অবৈধ এম অ্যান্ড এস ইলেকট্রোকেমিক্যাল  ব্যাটারি ফ্যাক্টরির। এ ব্যাটারি ফ্যাক্টরি থেকে নির্গত উত্তপ্ত ও বিষাক্ত রাসায়নিক ধোঁয়ায় পরিবেশ বিপর্যয় ও ফসল নষ্ট হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী জানান, এম অ্যান্ড এস ইলকট্রোকেমিক্যাল ফ্যাক্টারিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করায় ফসল ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। এসময় ব্যাটারি ফ্যাক্টারি বন্ধ করে দেয়া হয় ও মালিককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলার বহলবাড়িয়া গ্রামের কৃষক নুরুল ইসলাম, আব্দুল মাজেদ ও রাজাপুর গ্রামের জয়নুল আবদীন জানান,অবৈধ ব্যাটারি পোড়ানো ফ্যাক্টরির বিষাক্ত ধোঁয়া ও এসিড  মিশ্রিত পানি মাঠের জমির ব্যাপক ক্ষতিসাধন করছে। উত্তপ্ত ধোঁয়ার কারণে ধানের শীষ কালা চিটা হয়ে পড়ছে একরের পর একর জমির ধান। এসিড মিশ্রিত পানির কারণে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে। কৃষকরা অতি দ্রুত ব্যাটারি পোড়ানো ফ্যাক্টরিটি উচ্ছেদের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।