২৬ এপ্রিল, ২০২৫

বিএনপি নেতাকে হাতুড়িপেটার ৮ দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় বিএনপির বিক্ষোভ

বিএনপি নেতাকে হাতুড়িপেটার ৮ দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় বিএনপির বিক্ষোভ

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলায় করা মামলার আসামীদের ৮ দিনেও গ্রেপ্তার করতে না পারায় আজ শুক্রবার উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ এই কর্মসূচির আয়োজন করে। 

বিক্ষোভ সমাবেশে বক্তরা আসামীদের না ধরার জন্য পুলিশের ব্যর্থতা উল্লেখ করে অবিলম্বে সকল আসামীর গ্রেপ্তার দাবি করেন। এখন পর্যন্ত আজাদ হোসেনকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী হাফিজুর রহমানকে সেনাবাহিনীর সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। 

গত ১৮ এপ্রিল দুপুরে থানা ফটকের সামনে আজাদ হোসেনের উপরে অতর্কিত হামলা চালায় একদল যুবক। এ সময় তার মাথায় হাতুড়ি দিয়ে পেটানো হয়। এতে গুরুতর আহত হন আজাদ।

বর্তমানে তিনি ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজাদের পরিবার ও উপজেলা বিএনপি এই ঘটনায় জামায়াতকে দায়ী করে। ঘটনার দিন রাতে আজাদের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ১৫ জনের নামে এবং আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। 

আজ শুক্রবার শহিদ মিনার পাদদেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা  যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন হোসেন, বিএনপি নেতা গোলাম আউলিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াসাত করিম নয়ন, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন ও সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা আসামী না ধরার জন্য উল্লাপাড়া পুলিশের গাফেলতিকে দায়ী করে অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তারের দাবি জানান। এর আগে শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, এই ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীরা অন্যত্র পালিয়ে থাকায় তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিয়ে আসামীদের গ্রেপ্তারের ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।