২১ এপ্রিল, ২০২৫

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে রোববার দুপুরে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ পৌর শহরের থানা মোড় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করে।

এতে সড়ক পরিবহন মালিক গ্রæপ উল্লাপাড়া শাখার নেতা কর্মীরাও যোগ দেন। গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুম্বার নামাজের পর থানা মোড়ে আজাদ হোসেনের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে জামায়াতকে দায়ী করা হয়। শুত্রবার রাতে আজাদের ভাই ও পৌর বিএনপির আহŸায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ ব্যাপারে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এতে পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য হাফিজুর রহমানকে প্রধান আসামী করে অপর ১৪ জনের নামে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে প্রধান আসামী হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তবে তিন দিনেও পুলিশ অপর আসামীদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ মামলার বাদীর।

আজাদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দু’দিন ধরে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

রোববার মানববন্ধন কর্মসূচি থেকে উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক আব্দুুল ওয়াহাব প্রতিটি ইউনিয়নে আজাদের উপরে হামলার প্রতিবাদ সভা ও আগামী শুক্রবার উপজেলার সকল মসজিদের আজাদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন।

মামলার বাদী আজাদের ভাই আব্দুর রাজ্জাক গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, তিন দিনেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। তিনি অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা মামলাটি গোয়েন্দা পুলিশ শাখায় (ডিবি) স্থানান্তরের ব্যবস্থা করবেন বলে জানান।

সড়ক পরিবহন মালিক গ্রæপ উল্লাপাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের হামলার পর থেকেই জড়িতরা সবাই পালিয়ে গেছে। পুলিশ আসামীদের ধরছেনা বলে বাদী যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলে উল্লেখ করেন ওসি। তিনি আরও জানান, পুলিশ আসামীদের গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।