সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। রোববার বিকেলে হাটিকুমরুল ওভারপাসের কাছে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস একটি অটোভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী নিহত হন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, অটোভ্যানে যাত্রী নিয়ে চালক বগুড়ার দিক থেকে সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিলেন। এসময় উত্তরাঞ্চলগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে ঘাতক বাসটি শনাক্ত ও আটক করার জন্য অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।