২০ এপ্রিল, ২০২৫

দেওয়ানগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

দেওয়ানগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে নজরুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৯ (এপ্রিল )শনিবার উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের কাউনিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান। নিহত নজরুল ইসলাম দক্ষিণ মুকিরচর গ্রামের মোঃ নুরু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্র জানা যায়, ঐদিন কাউনিয়ারচর এলাকার ঈমান আলী মাস্টারের বাড়ির গাছ কাটতে যান কাঠ শ্রমিক নজরুল ইসলাম। গাছ কাটার পূর্বে গাছের ডাল ছাঁটার জন্য গাছের প্রায় ৫০ ফিট উপরে উঠেন তিনি।

ডাল ছাঁটার এক পর্যায়ে অসাবধানতা বশত গাছ থেকে নিচে পরে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।