শহর ও বন্দরে প্রবেশ পথ ফরাজীকান্দা সংযোগ সড়ক ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম জনদূর্ভোগ পোহাচ্ছে বন্দর দক্ষিণাঞ্চলবাসী। গত বুধবার বৃষ্টিতে সড়ক ধ্বসে পড়ায় এ জনদুর্ভোগের সৃষ্টি হয়।
জানাগেছে, তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাশ দিয়ে বয়ে গেছে দক্ষিণাঞ্চলের জনসাধারণের চলাচলের রাস্তাটি গত বুধবার বৃষ্টিতে ফরাজীকান্দা এলাকায় সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে জনসাধারণ।
এ কারণে ফরাজিকান্দা, আলীনগর, পুনাইনগর, ঘারমোড়া, চুনাভূরা, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়া, নিশং, মহনপুর ও ১নং মাধবপাশা, ২নং মাধবপাশা, কান্দিপাড়াসহ বন্দর দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ দুর্ভোগের পড়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
গত বুধবার রাতে ধ্বসে পড়লেও সড়কের মেরামতের উদ্যোগ না নেয়ায় তিনদিন যাবত চরম ভোগান্তিতে পড়েছে বন্দর দক্ষিণঅঞ্চলের জনসাধারণ। স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ ব্যপারে বন্দর উপজেরা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সড়কটি ধ্বসে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে ডিসি স্যারকে বিষয়টি অবগত করেছি। ডিসি স্যারের নির্দেশে আমরা সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছি। ২/৩ দিনের মধ্যে সড়কটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।